• Top News HSC শিক্ষার্থীদের ইউআইডি ১/০৪/২০২২ তারিখ থেকে ৩০এপ্রিল পর্যন্ত নিবন্ধণ চলবে । যার এখনও ফরম জমা দেও নি তারা অফিসে ফরম জমা দিবে। অধ্যক্ষ

History of College

Welcome to Govt.Sheikh Fazilatunnesa Mahila College, Bhola

“বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।”
জাতীয় কবির এই জাগরণী পংক্তির অনুপ্রেরণা থেকে স্বাধীনতাত্তোর শুভ ঊষালগ্নে নরী শিক্ষার ক্ষেত্রে পশ্চাৎপদ মেঘনা বিধৌত দ্বীপজেলা ভোলার নন্দিত জননেতা জনাব তোফায়েল আহমেদ এমপি সহ কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তি একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন। তাদের লালিত স্বপ্ন ১৯৭২ সালে সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবায়িত হয়। জন্মলগ্ন থেকে অনেক চড়াই উৎরাই পেরিয়ে ভোলাবাসীর নিরলস প্রচেষ্টা এবং ক্রমাগত অসামান্য সাফল্যের প্রেক্ষিতে কলেজটি ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। ফলশ্রæতিতে ১৯৮৪ ইং সালে কলেজটি সরকারি কলেজ হিসেবে আতœপ্রকাশ করে। প্রারম্ভিক পাঠদান কার্যক্রম ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে শুরু হলেও পরবর্তীতে সদর রোডস্থ রজনীকরের ভবনে কলেজ কার্যক্রম চলতে থাকে। ১৯৭৫ সাল থেকে নব উদ্দীপনায় যাত্রা শুরু হয় গাজীপুর রোড সংলগ্ন বর্তমান মনোরম ক্যাম্পাসে। বিরূপ পারিপার্শ্বিকতায় জর্জরিত থেকেও ৪ঠা এপ্রিল ১৯৯০ সালে কলেজ চত্তরে প্রশাসনিক ভবন স্থাপনের মাধ্যমে এর ক্রম-অগ্রগতির সোপান রচিত হয়। বর্তমানে কলেজটি বিজ্ঞান ভবন, কলাভবন, ব্যবসায় শিক্ষা ভবন, কমনরুম, ছাত্রীনিবাস, গ্রন্থাগার ও সুসজ্জিত কম্পিউটার ল্যাবসহ প্রশস্থ মাঠ সমন্বয়ে ভোলাবাসীর গর্ব হিসেবে বরিশাল বিভাগের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠে পরিগণিত হয়েছে। এতে রয়েছে ডিগ্রী (পাস) কোর্সসহ ৮টি বিষয়ে অনার্স ও ৫টি বিষয়ে মাস্টার্স কোর্স এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখা। শিক্ষার গুণগত মানের উৎকর্ষ সাধনসহ বরিশাল বিভাগের সেরা ১০টি কলেজের অন্যতম শীর্ষ সোপানে অধিষ্ঠিত থেকে মানসম্মত পাঠদান প্রক্রিয়ার মাধ্যমে কলেজটি অত্র জেলার নারী শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করছে।

Comments are closed.